প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নিয়ম ২০২৪
সহজ শর্তে লোন প্রদানকারী ব্যাংকগুলোর মধ্যে প্রবাসী কল্যাণ ব্যাংক অন্যতম। প্রবাসী কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠার পর থেকে প্রায় ১ লাখের অধিক বেকারদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিয়েছে।
এছাড়া প্রবাসী কল্যাণ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের আওতাধীন হওয়ায় ঝুঁকিমুক্ত এবং নিরাপত্তার সাথে লোন গ্রহণ করা যায়। ব্যাংকটি প্রবাসীদের বাড়তি সুযোগ সুবিধা প্রদান করেন।
প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নিয়ম মেনে ঋণের জন্য আবেদন করতে হবে। অনলাইন আবেদন প্রক্রিয়া জটিল মনে হলে প্রবাসী কল্যাণ ব্যাংক শাখায় সরাসরি উপস্থিত হয়ে আবেদন করা যায়।
প্রবাসী কল্যাণ ব্যাংক লোন প্রকারভেদ
বেকারত্বের হার কমানো এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে ২০১১ সালে প্রবাসী কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠা করা হয়। ব্যাংকটি বর্তমানে কয়েকটি ঋণ প্রকল্প চালু রেখেছে। যেমন-
- অভিবাসন ঋণ
- পূর্ণবাসন ঋণ
- বঙ্গবন্ধু অভিবাসী বৃহৎ পরিবার ঋণ
প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নিয়ম
বর্তমানে প্রবাসী কল্যাণ ব্যাংক জামানত সহ এবং বিনা জামানতে ঋণ প্রদান করে থাকে। জামানত সহ এবং বিনা জামাতে লোন গ্রহণের ক্ষেত্রে নিয়ম ভিন্ন হয়ে থাকে।
যেমন প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নিয়ম এর প্রথম শর্ত ঋণের জন্য আবেদন করতে হবে। এছাড়া ঋণ প্রকল্প অনুযায়ী প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নিয়ম ভিন্ন হয়ে থাকে।
প্রবাসী কল্যাণ ব্যাংক লোন অনলাইন আবেদন
প্রবাসী কল্যাণ ব্যাংক লোন আবেদন অনলাইন এবং অফলাইন দুই ভাবেই করা যায়। অফলাইনের ক্ষেত্রে প্রবাসী কল্যাণ ব্যাংক শাখায় উপস্থিত হয়ে আবেদন ফরম সংগ্রহ করতে হবে।
অনলাইনে আবেদন করার ক্ষেত্রে প্রবাসী কল্যাণ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করার মাধ্যমে আবেদন ফি প্রদান করে সাবমিট করতে হবে।
প্রবাসী কল্যাণ ব্যাংক লোন সুবিধা
বাংলাদেশ ব্যাংকের আওতাধীন অন্যান্য সকল ব্যাংকের তুলনায় প্রবাসী কল্যাণ ব্যাংক বাড়তি সুযোগ সুবিধা প্রদান করে থাকে। যেমন-
- প্রবাসীদের বিনা জামানতে ঋণ প্রদান করা হয়।
- সহজ শর্তাবলী প্রয়োগের মাধ্যমে দীর্ঘ মেয়াদী ঋণ প্রদান করা হয়।
- প্রবাসে থাকাকালীন বিপদে পড়লে প্রবাসী কল্যাণ ব্যাংক লোন প্রদান করে।
- প্রবাস থেকে ফিরে কর্মসংস্থান তৈরি করতে প্রবাসী কল্যাণ ব্যাংক ঋণ দিয়ে সাহায্য করে।
- প্রবাসী কল্যাণ ব্যাংক বিনা জামাতে প্রায় ৩ লাখ টাকা পর্যন্ত ঋণ প্রদান করে থাকে।
- চাকরি অথবা কাজের জন্য বিদেশ ভ্রমণ করতে ঋণ সহযোগিতা প্রদান করে থাকে।
প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নিতে কি কি কাগজপত্র লাগে
প্রবাসী কল্যাণ ব্যাংক লোন আবেদনের সকল তথ্য যাচাইয়ের জন্য আবেদন ফরমের সাথে কিছু কাগজপত্র জমা দিতে হয়। লোনের প্রকারভেদ অনুযায়ী কাগজপত্র পরিবর্তন হতে পারে। যেমন-
অভিবাসী লোনের ক্ষেত্রে-
- অনলাইন জন্ম নিবন্ধন সনদ অথবা জাতীয় পরিচয় পত্রের কপি।
- জামিনদারের স্বাক্ষর করা ব্যাংকের ৩টি চেকের পাতা।
- আবেদনকারীর পাসপোর্ট সাইজের ৪ কপি ছবি।
- প্রবাসী কল্যাণ ব্যাংক শাখায় একটি একাউন্ট।
- দুইজন জামিনদার এবং তাদের যাবতীয় তথ্য।
- নাগরিক সনদপত্র প্রয়োজন হতে পারে।
পুনর্বাসন লনের ক্ষেত্রে-
- আবেদনকারীর জাতীয় পরিচয় পত্রের কপি অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদ।
- জামিনদারের ভোটার আইডি কার্ডের কপি এবং ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।
- পাসপোর্ট সাইজের ৩ কপি ছবি।
- বিদেশ থেকে প্রত্যাগমন সংক্রান্ত ডকুমেন্টস।
- জামানত সম্পত্তির ডকুমেন্টস এর ফটোকপি।
- ঋণ গৃহীতার স্বাক্ষর সহ তার ব্যাংক একাউন্টের ৩টি চেক পাতা।
- আবেদনকারী ও জমীনদার নাগরিক সনদপত্র।
বঙ্গবন্ধু অভিবাসী বৃহৎ পরিবার লোনের ক্ষেত্রে-
- আবেদনকারীর জাতীয় পরিচয় পত্রের কপি এবং
- আবেদনকারীর পাসপোর্ট সাইজের ৩ কপি ছবি।
- ট্রেড লাইসেন্স প্রয়োজন হতে পারে।
- জামিনদারের ভোটার আইডি কার্ডের কপি এবং পাসপোর্ট সাইজের ২ কপি ছবি।
- আবেদনকারী ও জমীনদার এর পৌরসভা বা ইউনিয়ন কর্তৃক প্রাপ্ত নাগরিক সনদপত্র।
- প্রকল্পের ১ বছরের আয় ও ব্যয় এর বিবরণী সহ বিস্তারিত তথ্য।
- ৩টি চেকের পাতা স্বাক্ষর করে ব্যাংকে জমা করতে হবে।
প্রবাসী কল্যাণ ব্যাংক কত টাকা লোন দেয়
বর্তমানে প্রবাসী কল্যাণ ব্যাংক কয়েকটি ঋণ প্রকল্পের আওতায় লোন প্রদান করে থাকে। ঋণ প্রকল্প অনুযায়ী লোন এবং ঋণের মেয়াদ নির্ভর করে। যেমন-
- অভিবাসন ঋণের ক্ষেত্রে- সর্বোচ্চ ৫ বছর মেয়াদে সর্বনিম্ন ১ লাখ ও সর্বোচ্চ ৩ লাখ টাকা ঋণ দেয়।
- পুনর্বাসন ঋণের ক্ষেত্রে- সর্বোচ্চ ১০ বছর মেয়াদে সর্বোচ্চ প্রায় ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ প্রদান করে।
- বঙ্গবন্ধু অভিবাসী বৃহৎ পরিবার ঋণ প্রকল্পের ক্ষেত্রে- সর্বোচ্চ ১০ বছর মেয়াদে ৩ লাখ টাকা বিনা জামাতে এবং জামানত সহ সর্বোচ্চ ১০ লাখ টাকার ঋণ প্রদান করা হয়।
শেষ কথা
প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নিয়ম অনুযায়ী আবেদন করলে মাত্র ৭ দিন থেকে ১২ দিনের মধ্যে লোন পাওয়া যায়। প্রবাসী কল্যাণ ব্যাংক লোন আবেদনের ক্ষেত্রে আবেদন ফি ব্যতীত কোন অর্থ প্রদান করতে হয় না। তাই অসৎ কর্মকর্তা থেকে সতর্কতা অবলম্বন করে লোন আবেদন করতে হবে।