ব্র্যাক ব্যাংক ক্রেডিট কার্ড পাওয়ার যোগ্যতা
বাংলাদেশের সুনামধন্য ব্যাংক প্রতিষ্ঠানগুলোর মধ্যে ব্রাক ব্যাংক অন্যতম। প্রতিষ্ঠানটি ৪ জুলাই ২০০১ সালে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে ঋণ সহায়তা প্রদানের উদ্দেশ্যে প্রতিষ্ঠা করা হয়।
বর্তমানে ব্র্যাক ব্যাংক ক্রেডিট কার্ড পাওয়ার যোগ্যতা থাকলে ক্রেডিট কার্ড প্রদান করে থাকে। ব্যাংকটিতে বর্তমানে মোট ৭ ধরনের সেবা কার্যক্রম চালু রয়েছে।
এগুলো হলো- এসএমই ব্যাংকিং, বাণিজ্যিক ব্যাংকিং, কার্ড পরিষেবা (ডেবিট ও ক্রেডিট ), কর্পোরেট পরিসেবা, কনয্যুমার লোন, এটিএম পরিসেবা, এজেন্ট ব্যাংকিং।
ক্রেডিট কার্ডের প্রকারভেদ
ক্রেডিট কার্ড এক বিশেষ ধরনের প্লাস্টিক কার্ড যা পরিশোধ ব্যবস্থার অংশ হিসেবে ব্যবহার করা হয়। মূলত ক্রেডিট কার্ড দ্বারা অর্থ লেনদেন করা হয়ে থাকে।
ব্রাক ব্যাংক গ্রাহকদের লেনদেন ব্যবস্থা সহজ করার লক্ষ্যে ক্রেডিট কার্ড প্রদান করে থাকে। ব্র্যাক ব্যাংকের বিভিন্ন ক্যাটাগরির ক্রেডিট কার্ড রয়েছে। যেমন-
- Debit Card
- Signature Card
- Visa Mastercard
- Platinum Card
- Freelancer Matrix Card
- Gold Card
- Classic Card
- Millennial Mastercard Titanium
- Apollo Health Card
- Visa Prepaid Gift Card
- Infinite Card
ব্র্যাক ব্যাংক ক্রেডিট কার্ড পাওয়ার যোগ্যতা
চাকরিজীবীদের জন্য ক্রেডিট কার্ড অধিক ব্যবহারযোগ্য। ব্রাক ব্যাংক প্রত্যেক গ্রাহককেই ক্রেডিট কার্ড প্রদান করে না।
ব্যাংক কর্তৃক ক্রেডিট কার্ড পেতে হলে প্রথমে আবেদন করতে হবে। ব্রাক ব্যাংকে ক্রেডিট কার্ড আবেদনের কিছু যোগ্যতা রয়েছে। উক্ত যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা কেবল ক্রেডিট কার্ড ব্যবহারের সুবিধা পাবেন।
- ক্রেডিট কার্ড হওয়ার প্রথম শর্ত ব্রাক ব্যাংকে একটি একাউন্ট থাকতে হবে।
- ব্যাংক একাউন্টকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।
- প্রতি মাসে কমপক্ষে ২৫ হাজার টাকা ইনকাম থাকতে হবে।
- অবশ্যই বাংলাদেশের নাগরিকত্ব থাকতে হবে।
- ব্যবসায়ীদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স থাকতে হবে।
- চাকরিজীবীদের ক্ষেত্রে অফিস টিন সার্টিফিকেট থাকতে হবে।
- বিগত ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন হবে।
- জাতীয় পরিচয় পত্রের ফটো কপি এবং সদ্য তোলা রঙিন ছবি।
এছাড়া ক্রেডিট কার্ডের ক্যাটাগরি অনুযায়ী যোগ্যতা ভিন্ন হতে পারে। এক্ষেত্রে ব্যাংক শাখায় সরাসরি উপস্থিত হয়ে কর্মরত কর্মকর্তার সাথে যোগাযোগ করতে হবে।
ব্র্যাক ব্যাংক ক্রেডিট কার্ড আবেদনের নিয়ম
অনলাইন এবং অফলাইন দুই ভাবে ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ডের আবেদন করা যায়। অনলাইনে আবেদন প্রক্রিয়া একটু জটিল হলেও কোন পরিশ্রম করতে হয় না।
অনলাইনে ক্রেডিট কার্ডের জন্য আবেদনের ক্ষেত্রে ব্র্যাক ব্যাংকের ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করতে হবে। অতঃপর সকল তথ্য প্রদান করে আবেদন ফরম সাবমিট করতে হবে।
এছাড়া অফলাইনে ক্রেডিট কার্ডের আবেদনের ক্ষেত্রে সরাসরি ব্যাংক শাখায় উপস্থিত হতে হবে। অতঃপর কর্মরত কর্মকর্তা থেকে আবেদন ফরম সংগ্রহ করে সকল তথ্য প্রদান করে জমা দিতে হবে।
ব্র্যাক ব্যাংক ক্রেডিট কার্ড সুবিধা ও অসুবিধা
ক্রেডিট কার্ড মানুষের লেনদেন ব্যবস্থাকে সহজ এবং উন্নত করেছে। ব্র্যাক ব্যাংক ক্রেডিট কার্ড ব্যবহারের সুবিধার পাশাপাশি কিছু অসুবিধা রয়েছে। যেমন-
ব্র্যাক ব্যাংক ক্রেডিট কার্ডের সুবিধা সমূহ-
- ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রতি ১১৭ টাকা অর্থাৎ ১ ডলার খরচ করলে এক রিওয়ার্ড পয়েন্ট দেওয়া হয়।
- ব্রাক ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে হোটেল অথবা রিসোর্ট বুকিং করলে ডিসকাউন্ট প্রদান করা হয়। এছাড়া বিমানের টিকেট ক্রয়ের ক্ষেত্রেও ডিসকাউন্ট পাওয়া যায়।
- ব্র্যাক ব্যাংক ক্রেডিট কার্ড ব্যবহার করে দ্রুত লেনদেন করা যায় এবং পণ্য কেনার ক্ষেত্রে কয়েক মাস ধরে ধাপে ধাপে পণ্যের মূল্য পরিশোধ করা যায়।
- ব্রাক ব্যাংক ক্রেডিট কার্ডে মজুদ অর্থ চুরি কিংবা হারানোর সম্ভাবনা অনেক কম। এছাড়া ক্রেডিট কার্ড ব্যবহার করে ভিসা স্বীকৃত এটিএম থেকে নগদ অর্থ উত্তোলন করা যায়।
ব্র্যাক ব্যাংক ক্রেডিট কার্ডের অসুবিধা সমূহ-
- ব্রাক ব্যাংক ক্রেডিট কার্ডের লেনদেনের লিমিট রয়েছে। লিমিট অতিক্রম করে ক্রেডিট কার্ড দিয়ে অর্থ উত্তোলন কিংবা কেনাকাটা করা যায় না।
- নির্ধারিত সময়ে ক্রেডিট ক্রেডিট কার্ডের ঋণ পরিশোধ না করতে পারলে চক্রাকারে সুদ বাড়তে থাকে।
- ইনস্টলমেন্ট দিতে বিলম্ব হলে ক্রেডিট স্কোর কমে যায়। যার পরিপ্রেক্ষিতে বিভিন্ন অফার থেকে বঞ্চিত হতে হয়।
- ব্র্যাক ব্যাংক ক্রেডিট কার্ড নেওয়ার পর ব্যবহার না করলেও প্রতি বছর নির্দিষ্ট পরিমাণ চার্জ প্রদান করতে হয়।
- এছাড়া ব্রাক ব্যাংক ক্রেডিট কার্ডের মাধ্যমে অর্থ পরিশোধ ও ব্যালেন্স ট্রান্সফারের ক্ষেত্রে অতিরিক্ত ফ্রি প্রদান করতে হয়।
ক্রেডিট কার্ড থেকে টাকা তোলার নিয়ম
কিছু নিয়মের মধ্য দিয়ে ক্রেডিট কার্ড থেকে টাকা উত্তোলন করতে হয়। ব্র্যাক ব্যাংক ক্রেডিট কার্ড থেকে টাকা উত্তোলনের ক্ষেত্রে ব্রাক ব্যাংকের এটিএম বুথে যেতে হবে।
অতঃপর এটিএম মেশিনে ক্রেডিট কার্ড প্রবেশ করিয়ে ক্রেডিট কার্ডের পিন নাম্বার প্রদান করতে হবে। ক্রেডিট কার্ডের পিন নাম্বার প্রদান করে উত্তোলনকৃত টাকার পরিমাণ নির্ধারণ করতে হবে।
অতঃপর এটিএম মেশিন থেকে উত্তোলনকৃত নগদ অর্থ এবং ক্রেডিট কার্ড সংগ্রহ করতে হবে। এটিএম মেশিন থেকে উত্তোলনকৃত টাকা ঠিক আছে কিনা তা চেক করে নিতে হবে।
ক্রেডিট কার্ড খরচ
ব্রাক ব্যাংক ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে প্রতি বছর নির্দিষ্ট পরিমাণ ফি প্রদানের পাশাপাশি লেনদেন অথবা টাকা উত্তোলনের ক্ষেত্রে ট্যাক্স, ভ্যাট, চার্জ প্রদান করতে হয়।
ক্রেডিট কার্ডের ক্যাটাগরি অনুযায়ী খরচের পরিমাণ নির্ধারণ করা হয়। যেমন প্রতিবার ক্যাশ উত্তোলনের ক্ষেত্রে প্রায় ২-৩% চার্জ প্রদান করতে হয়। যা প্রায় ২০০ টাকা থেকে ৩০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।
ব্র্যাক ব্যাংক শাখা থেকে ক্রেডিট কার্ড সংগ্রহ করতে হয়। ব্র্যাক ব্যাংক ক্রেডিট কার্ড পাওয়ার যোগ্যতা ক্রেডিট কার্ড অনুযায়ী ভিন্ন হয়ে থাকে। আর্থিক ভাবে স্বচ্ছলতার প্রমাণ এবং বিশেষ কিছু যোগ্যতা থাকলে ক্রেডিট কার্ড পাওয়া যায়। তবে ক্রেডিট কার্ড ব্যবহার করলে বাড়তি টাকা ব্যয় করতে হয়।