ড্রোন ক্যামেরা দাম কত
বর্তমানে ড্রোন ক্যামেরা দাম কত তা ড্রোন ক্যামেরার ক্ষমতা এবং ফ্লাইট সময়ের উপর নির্ভর করে পরিবর্তিত হয়। বর্তমানে ড্রোন ক্যামেরার দাম সর্বনিম্ন ৩ টাকা থেকে শুরু হয়।
ড্রোন ক্যামেরা আকাশ থেকে বিভিন্ন এঙ্গেলে উচ্চ মানের ছবি এবং ভিডিও ধারণ করার করতে পারে। যার ফলে বর্তমানে ড্রোন ক্যামেরা তরুণ প্রজন্মের নিকট ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
বর্তমানে ক্ষমতার উপর ভিত্তি করে ড্রোন ক্যামেরার নূন্যতম দাম ৫ হাজার টাকা থেকে শুরু হয়ে ৬০ হাজার টাকা পর্যন্ত হতে পারে।
এছাড়া 4K ভিডিও ধারণকারী ড্রোন ক্যামেরার দাম তুলনামূলক বেশি। বর্তমানে 4K ভিডিও ধারণকারী ড্রোন ক্যামেরার দাম ন্যূনতম প্রায় ১৮ হাজার টাকা থেকে প্রায় ৭০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।
ড্রোন ক্যামেরা দাম কত
বর্তমানে বিভিন্ন ক্যাটাগরির ড্রোন ক্যামেরা পাওয়া যায় এবং এ সকল ড্রোন ক্যামেরা দাম কত হবে তা ড্রোনের ক্যাটাগরি এবং ফিচারের উপর উপর নির্ভর করে। যেমন-
- মডেল- Ryze Tello ন্যূনতম দাম প্রায় ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা
- মডেল- DJI Mavic Air 2 ন্যূনতম দাম প্রায় ৮০ হাজার থেকে ১ লাখ ১৫ হাজার টাকা।
- মডেল- DJI FPV ন্যূনতম দাম প্রায় ১ লাখ টাকা থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা।
- মডেল- DJI Mini ন্যূনতম দাম প্রায় ১ লাখ ১৫ হাজার থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা।
- মডেল- 3 Pro ন্যূনতম দাম প্রায় ৩ লাখ টাকা থেকে ৩ লাখ ৩০ হাজার টাকা টাকা।
মিনি ড্রোন ক্যামেরা দাম কত
বর্তমানে কম্প্যাক্ট ডিজাইনে উন্নত প্রযুক্তির মাধ্যমে মিনি ড্রোন ক্যামেরা তৈরি করা হয় যা এরিয়াল ফটোগ্রাফি, নজরদারি এবং কৃষি পর্যবেক্ষণ সহ অনুসন্ধান ও উদ্ধার অভিযানের জন্য ব্যবহার করা হয়।
মিনি ড্রোন ক্যামেরা আকারে ছোট হওয়ায় সহজে নিয়ন্ত্রণ করা যায়। বর্তমানে বাংলাদেশে মিনি ড্রোন ক্যামেরার দাম ১,৯০০ টাকা থেকে শুরু শুরু হয়।
তবে উন্নত কোয়ালিটির মিনি ক্যামেরার দাম প্রায় ৫,০০০ থেকে ১২,০০০ টাকা। এছাড়া মিনি ড্রোনের দাম ব্র্যান্ড, মডেল, বৈশিষ্ট্য এবং অন্যান্য সরঞ্জামের উপর নির্ভর করে পরিবর্তিত হয়ে থাকে। যেমন-
- মডেল- E84 Mini Pro 4K Drone – মূল্য – ১২,৫০০ টাকা।
- মডেল- SG900 Optical Flowing Wi-Fi Drone – মূল্য – ৮,৮৫০ টাকা।
- মডেল- K109 Wi-Fi Control FPV Mini Drone – মূল্য – ৭,০০০ টাকা।
- মডেল- God of War CD1804 Drone – মূল্য – ৫,৮৫০ টাকা।
- মডেল- Baoniu Aerobat Four-Axis HC 702 Mini Aircraft Drone – মূল্য – ১,৯৯৯ টাকা।
2000 টাকার ড্রোন
বর্তমানে প্রফেশনাল ড্রোন ক্যামেরার পাশাপাশি মিনি এবং খেলনা ক্যামেরা পাওয়া যায়। বর্তমানে খেলনা ড্রোনের দাম সর্বনিম্ন প্রায় ১২০০ টাকা এবং সর্বোচ্চ দাম প্রায় ৭ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।
- মডেল- Aerobat Four-Axis RC Mini Aircraft Drone – মূল্য – ২,০০০ টাকা।
- মডেল- HJ78 RC Small Drone – মূল্য – ৫,৫০০ টাকা।
- মডেল- GoolRC S68 Dual Camera 4K RC Drone – মূল্য – ৭,০০০ টাকা।
ড্রোন ক্যামেরা দাম কত বাংলাদেশ
ড্রোনের উড়ার ক্ষমতার উপর দাম অনেকটা নির্ভর করে। বর্তমানে বাংলাদেশে ১২০০ ফিট উচ্চতা থেকে শুরু করে ২২০০ ফিট উচ্চতায় উড়তে পারে এমন ড্রোন রয়েছে।
তবে বাংলাদেশে সর্বোচ্চ ৫০০ ফিট উচ্চতায় ড্রোন উড়ানোর অনুমতি রয়েছে। বর্তমানে ১২০০ ফিট উচ্চতায় উঠতে পারে এমন ড্রোন ক্যামেরার দাম প্রায় ১৫ হাজার টাকা থেকে শুরু হয়।
এছাড়া সর্বোচ্চ প্রায় ২২০০ ফিট উচ্চতায় উঠতে পারে এমন ড্রোন ক্যামেরার দাম সর্বনিম্ন প্রায় ২৭ হাজার টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ প্রায় ৮০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।
রিমোট কন্ট্রোল ড্রোনের দাম কত
বর্তমানে বাংলাদেশে যে সকল ড্রোন ক্যামেরা পাওয়া যায় প্রত্যেকটি ড্রোন ক্যামেরা নিচ থেকে রিমোটের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়।
বর্তমানে রিমোট কন্ট্রোল এ সকল ড্রোন ক্যামেরার দাম সর্বনিম্ন প্রায় ১২ হাজার টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ প্রায় ৩০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।
vivo ড্রোন ক্যামেরা দাম কত
বর্তমানে ভিভো কোম্পানি কোন প্রকার ড্রোন ক্যামেরা তৈরি করে না। তবে ভিভো কোম্পানি একটি মোবাইল ফোন লঞ্চ করেছে। উক্ত মোবাইল ফোনে ড্রোন ক্যামেরা ফ্যাসিলিটি রয়েছে।
ড্রোন ক্যামেরা মোবাইল দাম কত
ভিভো কোম্পানির ড্রোন ক্যামেরা যুক্ত মোবাইল ফোনটি বাংলাদেশ এখন পর্যন্ত এভেলেবল হয়নি। বর্তমানে ড্রোন ক্যামেরা যুক্ত ভিভো মোবাইল ফোনের দাম ন্যূনতম প্রায় $1170 ডলার। যা বাংলাদেশী টাকায় প্রায় ১ লক্ষ ৩৬ হাজার টাকা।
প্রফেশনাল ক্যামেরা ড্রোনের দাম কত
বর্তমানে বিভিন্ন ব্লগ ভিডিও সহ সিনেমা বা শর্ট ফিল্ম তৈরি করতে প্রফেশনাল ড্রোন ক্যামেরা প্রয়োজন হয়। পূর্বে প্রফেশনাল ভিডিও তৈরি করতে হেলিকপ্টার ব্যবহার করা হতো।
বর্তমানে বিভিন্ন ফিচার ও ফ্যাসিলিটির উপর ভিত্তি করে প্রফেশনাল ড্রোন ক্যামেরার দাম সর্বনিম্ন প্রায় ৩০ হাজার টাকা থেকে সর্বোচ্চ প্রায় ৩ লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে।
শেষ কথা
ড্রোন ক্যামেরা দাম কত তা ড্রোন ক্যামেরার ফিচার, ব্র্যান্ড, মডেল, বৈশিষ্ট্য এবং অন্যান্য সরঞ্জামের উপর নির্ভর করে। বর্তমানে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন সুপার শপ এবংঅনলাইন প্লাটফর্ম গুলোতে ড্রোন ক্যামেরা পাওয়া যায়। তবে ড্রোন ক্যামেরা কেনার এবং ব্যবহারের পূর্বে ড্রোন ক্যামেরা আইন অর্থাৎ ব্যবহারের নীতিমালা সম্পর্কে জেনে নিতে হবে। ধন্যবাদ।