ডাচ বাংলা ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
ডাচ বাংলা ব্যাংক ৩ জুন, ১৯৯৬ সালে প্রতিষ্ঠা করা হয়েছিল। ডাচ বাংলা ব্যাংকে একাউন্ট খোলার জন্য প্রথমে ডাচ বাংলা ব্যাংক একাউন্ট খোলার নিয়ম মেনে আবেদন করতে হয়।
ডাচ বাংলা ব্যাংক কোম্পানি আইন ১৯৯৪ ধারা এবং ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ ধারা অনুযায়ী পাবলিক লিমিটেড কোম্পানি হিসাবে নিবন্ধিত হয়। বর্তমানে ডাচ বাংলা ব্যাংকে সর্বমোট ৭ ক্যাটাগরির একাউন্ট খোলা যায়। যেমন-
সেভিংস ডিপোজিট একাউন্ট- স্ট্যান্ডার্ড, সেভিংস ডিপোজিট প্লাস একাউন্ট, এক্সেল সেভিংস একাউন্ট ও ডিবিবিএল স্কুল সেভার একাউন্ট।
এছাড়া সুদ মুক্ত সেভিংস ডিপোজিট একাউন্ট, কারেন্ট ডিপোজিট একাউন্ট ও বিশেষ নোটিশ জমা একাউন্ট। প্রত্যেকটি একাউন্ট ভিন্ন ভিন্ন সেবা প্রদান করে।
ডাচ বাংলা ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
বর্তমানে বাংলাদেশের অভ্যন্তরে ও দেশের বাইরে লেনদেনের এক অন্যতম সহজ মাধ্যম ডাচ বাংলা ব্যাংক। ডাচ বাংলা ব্যাংক একাউন্ট খোলার নিয়ম একাউন্টের ক্যাটাগরির উপর নির্ভর করে।
তবে ডাচ বাংলা ব্যাংকে যে কোনো ক্যাটাগরির একাউন্ট খোলার জন্য জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এবং সদ্য তোলা ২ কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হয়।
এছাড়া একজন নমিনি এবং নমিনির জাতীয় পরিচয় পত্র এবং ১ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিয়ে ডাচ বাংলা ব্যাংকের নিকটস্থ শাখা থেকে একাউন্ট তৈরি করা যায়।
ডাচ বাংলা ব্যাংক সেভিংস একাউন্ট খোলার নিয়ম
ডাচ বাংলা ব্যাংকের সেভিংস একাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিকটস্থ ব্যাংক শাখায় উপস্থিত হতে হবে। অতঃপর ব্যাংকে কর্মরত কর্মকর্তা থেকে আবেদন ফরম সংগ্রহ করতে হবে।
আবেদন ফরম সংগ্রহ করে যথাযথ ভাবে সকল তথ্য প্রদানের মাধ্যমে ব্যাংকে জমা দিতে হবে। অতঃপর একাউন্ট তৈরি হয়ে গেলে সর্বনিম্ন ৫০০ টাকা একাউন্টে জমা দিয়ে একাউন্ট সচল করতে হবে।
ডাচ বাংলা ব্যাংক একাউন্ট খুলতে কি কি লাগে
একাউন্ট খোলার জন্য ডাচ বাংলা ব্যাংক আবেদন ফরমের সকল তথ্য যাচাইয়ের জন্য কিছু কাগজপত্র জমা দিতে হয়। ব্যাংকের ক্যাটাগরি অনুযায়ী কাগজপত্র ভিন্ন হতে পারে।
- আবেদনকারী এবং নমিনির জাতীয় পরিচয় পত্রের ফটো কপি।
- আবেদনকারী ৪ কপি এবং নমিনির ২ কপি পাসপোর্ট সাইজের সদ্যতোলা রঙিন ছবি।
- একাউন্ট সচল করার জন্য নূন্যতম ৫০০ টাকা।
- ইউটিলিটি বিলের ফটোকপি ( প্রয়োজন হতে পারে)
- ব্যবসায়ীদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স প্রয়োজন হবে।
ডাচ বাংলা ব্যাংক সেভিংস একাউন্ট চার্জ
বর্তমানে ডাচ বাংলা ব্যাংক সেভিংস একাউন্টে ১০ হাজার টাকা থাকলে সে ক্ষেত্রে একাউন্ট মেনটেনেন্স ফি প্রদান করতে হয় না। তবে প্রতি ৬ মাস পর পর মেন্টেনেন্স ফি প্রদান করতে হয়। যেমন-
- ব্যালেন্স ১০ হাজার টাকার উপরে এবং ২৫ হাজারের নিচে থাকলে গড় আমানত স্থিতির জন্য ১০০ টাকা+ ১৫% ভ্যাট দিতে হয়।
- ব্যালেন্স ২৫ হাজার টাকার উপরে কিন্তু ২ লাখ টাকার নিচে থাকলে গড় আমানত স্থিতির জন্য ২০০ টাকা+ ১৫% ভ্যাট দিতে হয়।
- ব্যালেন্স ২ লাখ টাকার উপরে কিন্তু ১০ লাখ টাকার নিচে থাকলে গড় আমানত স্থিতির জন্য ৩০০ টাকা+ ১৫% ভ্যাট দিতে হয়।
ডাচ বাংলা ব্যাংক সেভিংস একাউন্ট এর সুবিধা
অন্যান্য একাউন্টের তুলনায় ডাচ বাংলা ব্যাংক সেভিংস একাউন্টের সুবিধা তুলনামূলক বেশি। সেভিংস একাউন্টের সব থেকে বড় সুবিধা মোবাইল ব্যাংকিং (i-banking) এবং এসএমএস ব্যাংকিং সুবিধা। এছাড়া-
- সেভিংস একাউন্টে চেক ইস্যু করা তুলনামূলক সহজ।
- ব্যাংক থেকে সেভিংস একাউন্টের ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড গ্রহণ করতে পারবেন।
- ব্যাংকের অন্য যে কোনো শাখায় টাকা ট্রান্সফার করা যায়।
- DPS খুলতে পারবেন।
- কম খরচে সকল লেনদেন করা যায়।
- ডিজিটাল ব্যাংকিং সেবা।
- ডাচ বাংলা ব্যাংক থেকে ঋণ গ্রহণ।
ডাচ বাংলা ব্যাংক একাউন্ট খুলতে কত টাকা লাগে
বর্তমানে ডাচ বাংলা ব্যাংক একাউন্ট খুলতে নির্দিষ্ট পরিমাণ টাকা প্রদান করতে হয়। যা পরবর্তীতে একাউন্টে জমা থাকে। একাউন্টের ক্যাটাগরির উপর টাকা পরিমাণ নির্ভর করে। যেমন-
- সেভিংস ডিপোজিট একাউন্ট-স্ট্যান্ডার্ড একাউন্টের ক্ষেত্রে ন্যূনতম ৫০০ টাকা।
- সেভিংস ডিপোজিট প্লাস একাউন্টের ক্ষেত্রে ন্যূনতম ৫ হাজার টাকা।
- এক্সেল সেভিংস একাউন্টের ক্ষেত্রে ন্যূনতম ৫০০ টাকা।
- ডিবিবিএল স্কুল সেভার একাউন্টের ক্ষেত্রে ন্যূনতম ১০০ টাকা।
- সুদ মুক্ত সেভিংস ডিপোজিট একাউন্টের ক্ষেত্রে নূন্যতম ৫ হাজার টাকা।
- কারেন্ট ডিপোজিট একাউন্টের ক্ষেত্রে ন্যূনতম ১ হাজার টাকা।
- বিশেষ নোটিশ জমা একাউন্টের ক্ষেত্রে নূন্যতম ২ হাজার টাকা।
ডাচ বাংলা ব্যাংক একাউন্ট দেখার নিয়ম
মোবাইল ফোনের মাধ্যমে ডাচ বাংলা ব্যাংক একাউন্ট দেখা যায়। এক্ষেত্রে *৩২২# কোডটি ডায়াল করতে হবে। অতঃপর আপনার ডাচ বাংলা ব্যাংকের সকল স্ট্যাটাস চলে আসবে।
এছাড়া Nexus Pay অ্যাপের সাহায্যে ডাচ বাংলা ব্যাংক একাউন্ট চেক করা যায়। এ ক্ষেত্রে স্মার্টফোনে ইন্টারনেট সংযোগ দিয়ে গুগল প্লে স্টোর থেকে Nexus Pay অ্যাপস ইনস্টল করতে হবে।
অতঃপর অ্যাপস এ লগইন করে Dutch-Bangla Bank Nexus Pay ATM কার্ড সিলেক্ট করে Balance Enquiry অপশনে প্রবেশ করলে একাউন্টের Available Balance দেখতে পারবেন।
ডাচ বাংলা ব্যাংক একাউন্ট নাম্বার দেখার নিয়ম
ডাচ বাংলা ব্যাংক একাউন্ট নাম্বার ভুলে গেলে ডাচ বাংলা ব্যাংক অ্যাপ্লিকেশন থেকে পুনরুদ্ধার করা যায়। ডাচ-বাংলা ব্যাংক এপ্লিকেশন রেজিস্ট্রেশন করা না থাকলে সরাসরি ব্যাংক শাখায় উপস্থিত হতে হবে।
ব্যাংক শাখায় উপস্থিত হয়ে কর্মরত কর্মকর্তার সাথে যোগাযোগ করে জাতীয় পরিচয় পত্র এবং মোবাইল নাম্বারের মাধ্যমে ডাচ বাংলা ব্যাংক একাউন্ট নাম্বার পুনরুদ্ধার করতে হবে।
ডাচ বাংলা ব্যাংক বর্তমান সময়ের সব থেকে নিরাপদ, বিশ্বস্ত ও ঝুঁকিমুক্ত লেনদেনের মাধ্যম। ডাচ বাংলা ব্যাংক একাউন্ট খোলার নিয়ম একাউন্টের ক্যাটাগরি ও ব্যাংক শাখার নির্ধারিত নিয়মের উপর নির্ভর করে। ডাচ বাংলা ব্যাংকে সাধারণ একাউন্টের জন্য জাতীয় পরিচয় পত্র এবং স্টুডেন্ট একাউন্টের জন্য জন্ম নিবন্ধন সনদ প্রয়োজন হয়। ধন্যবাদ।