ফরসেজ থেকে আয় করার উপায়
ফরসেজ থেকে আয় করার উপায় জানা থাকলে কাজ করার ক্ষেত্রে সুবিধা পাওয়া যায়। ফরসেজ থেকে আয় করতে অনেক বেশি পরিশ্রম করতে হয়।
বর্তমানে ফরসেজ সাইটে বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে। ফরসেজ সাইটের সর্বনিম্ন প্যাকেজ সচল করার জন্য নূন্যতম প্রায় ১২ ডলার থেকে ১৩ ডলার খরচ করতে হবে।
এছাড়া ব্যবহারকারীরা ২ টি ফরসেজ ম্যাট্রিক্স (X3 এবং X4 ম্যাট্রিক্স) এর মধ্যে একটি অথবা উভয় ম্যাট্রিক্স ক্রয় করে ফরসেজ প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারে।
ফরসেজ থেকে আয় করার উপায়
ফরসেজ থেকে আয় করার উপায় অন্যকে ফরসেজ সাইটে জয়েন করানো। মূলত রেফারকৃত সদস্যের ইনভেস্ট কৃত টাকার পার্সেন্টেন্স বোনাস হিসাবে প্রদান করা হয়।
অনলাইনে ফরসেজ সাইটের মাধ্যমে টাকা আয় করার জন্য প্রথমে ফরসেজ সাইটে একটি একাউন্ট তৈরি করতে হবে। অতঃপর সর্বনিম্ন প্রায় ১৪০০ টাকা থেকে ১৫০০ টাকা ইনভেস্ট করতে হবে।
ফরসেজ একাউন্ট খোলার নিয়ম
ফরসেজ একাউন্ট খোলার জন্য প্রথমে গুগল প্লে স্টোর থেকে Trust wallet অ্যাপসটি ইন্সটল করে ওপেন করতে হবে। অতঃপর Trust wallet অ্যাপসটিতে একটি একাউন্ট তৈরি করে ডলার এড করে নিতে হবে।
অতঃপর ব্রাউজার অপশনে ক্লিক করে busd.forsage.io লিখে সার্চ করতে হবে। এরপর Connect wallet অপশন থেকে ফরসেজ সাইটে ডলার এড করে একাউন্ট তৈরি করতে হবে।
ফরসেজ কি
অনলাইন সাইট ফরসেজ একটি ডিসেন্ট্রালাইজ এমএলএম প্ল্যাটফর্ম। যা ব্যবহারকারীদের বিভিন্ন ভাবে টাকা ইনকাম করার সুবিধা দিয়ে থাকে। ফরসেজ স্বয়ংক্রিয় স্মার্ট চুক্তির মাধ্যমে কাজ করে।
ফরসেজ এর কাজ কি-
অনলাইন ফরসেজ এর প্রধান কাজ হল ব্যবহারকারীদের টিম বোনাস, টিম মেম্বারদের রেফারেল বোনাস এবং অবশিষ্ট আয় সহ বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সি উপার্জন করতে সাহায্য করা।
ফরসেজ থেকে আয় করার উপায় হলো ফরসেজ সাইটে একাউন্ট তৈরি করে অন্যদেরকে ফরসেজ সাইটে একাউন্ট তৈরি করতে উৎসাহ প্রদান করা।
ফরসেজ থেকে ইনকাম
মূলত ফরসেজ সাইটে অন্য কাউকে জয়েন করালে সে যত টাকা দিয়ে একাউন্ট তৈরি করবে তার কিছু অংশ আপনার একাউন্টে ব্যালেন্স হিসাবে যোগ হবে।
এভাবে যত বেশি মানুষকে ফরসেজ সাইটে জয়েন করাবেন তত বেশি টাকা ইনকাম করতে পারবেন। ওদিক টাকা ইনকাম করার জন্য শর্ত ডলার ডিপোজিট করতে হবে।
সাধারণত ফরসেজ সাইটে ন্যূনতম প্রায় ১৪০০ টাকা থেকে ১৫০০ টাকা ইনভেস্ট করলে প্রতি রেফারে ৫০০ টাকা বোনাস পাওয়া যায়। একাউন্টের ধরন অনুযায়ী ইনকাম বেশি হয়ে থাকে।
ফরসেজ কি স্ক্যাম সাইট
বর্তমানে শত শত সাইটের মধ্যে নির্ভরযোগ্য সাইট খুঁজে পাওয়া দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ফরসেজ সাইট করোনা কালীন সময়ে অর্থাৎ 2020 সালে তৈরি করা হয়েছে।
সাধারণত স্ক্যাম সাইট গুলো ৫ মাস থেকে ৭ মাস দীর্ঘস্থায়ী হয়। সেক্ষেত্রে ফরসেজ সাইট দীর্ঘ প্রায় ৪ বছর যাবত তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে।
এছাড়া ফরসেজ সাইটের নির্দিষ্ট মালিক না থাকায় ধারণা করা হয় ফরসেজ স্ক্যাম সাইট নয়। তবে এ সকল সাইটে একাউন্ট তৈরি করা উচিত নয়।
forsage.io মালিক কে
ফরসেজ সাইটটি মূলত ব্লকচেইন দ্বারা পরিচালিত হওয়ায় ফরসেজ সাইটের কোন মালিক নেই। সম্পূর্ণ মালিকানাহীন ভাবে ব্লাকচেইন দ্বারা পরিচালিত ফরসেজ সাইট কোন হ্যাকার হ্যাক করা কিংবা ব্যান করতে পারবে না।
ফরসেজ কি হালাল-
প্রত্যেকটি মুসলিমের জন্য হালাল ইনকাম সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কেননা হারাম রিজিক খেয়ে দোয়া করলে দোয়া কবুল করা হয় না।
ফরসেজ একটি সম্পূর্ণ এম এল এম ব্যবসা। এখানে একজনের রেফারের টাকা আরেকজন কমিশন পায়। যার ফলে কিছু আলেম ফরসেজ সাইটটি মাকরূহ বলেছে এবং অনেকেই হা*রাম বলে ঘোষণা দিয়েছেন।
forsage.io কত দিন থাকবে
ফরসেজ সাইট ব্লক চেইন দ্বারা পরিচালিত হওয়ায় এটি বন্ধ হওয়ার সম্ভাবনা খুবই কম। কেননা ফরসেজ সাইটের মালিক না থাকায় এটি কেউ বন্ধ করতে পারবে না।
ফরসেজ সাইটে একাউন্ট তৈরি করলে লাইফ টাইম ইনকাম করার সম্ভাবনা রয়েছে। সাইটটির পরিচালক পক্ষ থেকে বলা হয়েছে সাধারণ মানুষ যতদিন ফরসেজ সাইটে রেফার করবে ফরসেজ সাইট ততদিন থাকবে।
forsage.io কি বন্ধ হবে-
ফরসেজ সাইট বন্ধ হওয়ার সম্ভাবনা একাউন্ট তৈরীর চাহিদার উপর নির্ভর করে। ফরসেজ সাইটের পরিচালক পক্ষের নিজস্ব কোন ইনকামের সুযোগ নেই।
ফরসেজ সাইটে একাউন্ট তৈরি করলে উক্ত একাউন্টের টাকা থেকে গ্রাহককে কমিশন দেওয়া হয়। তাই ফরসেজ সাইটে সাধারণ মানুষ একাউন্ট তৈরি করে রেফার করা বন্ধ করলে ফরসেজ সাইট বন্ধ হয়ে যেতে পারে।
শেষ কথা
ফরসেজ থেকে আয় করার উপায় বিভিন্ন রকম হতে পারে। তবে রেফারের মাধ্যমে বেশি টাকা আয় করা যায়। ফরসেজ থেকে আয় করা তুলনামূলক কঠিন। এছাড়া অনেক ওলামায়ে কেরাম ফরসেজ সাইটটি হারাম বলে ঘোষণা করেছে। তাই ফরসেজ সাইটে ইনভেস্ট না করে ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করে ইনকাম করা উচিত। ধন্যবাদ।