আইপিএস ব্যাটারির দাম কত ২০২৪
আই পি এস ব্যাটারির মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করে থাকে। বর্তমানে আইপিএস ব্যাটারির দাম পূর্বের তুলনায় অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। আই পি এস এর মূল দুইটি অংশের মধ্যে ব্যাটারি একটি।
বর্তমানে অল্প টাকার বিনিময়ে বাজারের যে কোনো ইলেকট্রিক পণ্যের দোকান থেকে সহজে আইপিএস এর ব্যাটারি সংগ্রহ করা যায়। আইপিএস ব্যাটারি চার্জ করে বিদ্যুৎ সঞ্চিত রাখে।
বাজারে বিভিন্ন আকারের আইপিএস ব্যাটারি পাওয়া যায়। আকার অনুযায়ী ব্যাটারির দাম নূন্যতম প্রায় ৭ হাজার টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ প্রায় ৫০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।
আইপিএস ব্যাটারির দাম
একটি আইপিএস কত সময় সার্ভিস দিতে পারবে তা ব্যাটারির উপর নির্ভর করে। বর্তমানে বাজারে বিভিন্ন ক্যাটাগরির আইপিএস ব্যাটারি পাওয়া যায়।
ব্যাটারির ক্যাটাগরি অনুযায়ী দাম নির্ধারণ করা হয়ে থাকে। বর্তমানে ক্যাটাগরির উপর ভিত্তি করে আইপিএস ব্যাটারির দাম ন্যূনতম প্রায় ৮,৫০০ টাকা থেকে শুরু করে ৪০ হাজার টাকা পর্যন্ত হতে পারে।
রহিম আফরোজ আই পি এস ব্যাটারির দাম
ব্যাটারি উৎপাদনকারী কোম্পানিগুলোর মধ্যে রহিম আফরোজ অন্যতম। রহিম আফরোজ কোম্পানি উন্নত প্রযুক্তি দ্বারা ব্যাটারি প্রস্তুত করায় অধিক টেকসই এবং দীর্ঘস্থায়ী হয়ে থাকে।
বর্তমানে রহিম আফরোজ ব্যাটারির সর্বনিম্ন দাম ন্যূনতম প্রায় ৯ হাজার টাকা এবং সর্বোচ্চ দাম ন্যূনতম প্রায় ২২ হাজার টাকা থেকে ২৭ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।
আইপিএস কি
লোডশেডিং এর সময় অর্থাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে তাৎক্ষণিক ভাবে আইপিএস এর মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা যায়। আইপিএস (IPS) এর পূর্ণ রূপ হলো ‘Instant Power Supply’
বিদ্যুৎ সরবরাহ চলাকালীন আইপিএস বিদ্যুৎ শক্তিকে ব্যাটারীতে সংরক্ষণ করে রাখে। যা পরবর্তীতে চাহিদা অনুযায়ী ব্যবহার করা যায়।
আইপিএস এর দাম ২০২৪
আইপিএস এ সক্রিয় সুইচ থাকে। গ্রিডের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে আই পি এস ব্যাটারীতে থাকা সঞ্চিত ডিসি বিদ্যুৎ কে এসি বিদ্যুতে রূপান্তরিত করে স্বয়ংক্রিয় সুইচ এর মাধ্যমে তাৎক্ষণিক ভাবে বিদ্যুৎ সরবরাহ করে থাকে।
বর্তমানে ২৮০ ওয়াট থেকে শুরু করে ১,২০০ ওয়াট পর্যন্ত বিভিন্ন ক্যাপাসিটির আইপিএস রয়েছে। ক্যাপাসিটি অনুযায়ী আই পি এস এর দাম সর্বনিম্ন প্রায় ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ প্রায় ৬০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।
আইপিএস এর জন্য কোন ব্যাটারি ভালো
বর্তমানে ২ ধরনের আইপিএস ব্যাটারি পাওয়া যায়। যেমন- ওয়েট লিড এসিড আইপিএস ব্যাটারি এবং সিল্ড লিড এসিড আইপিএস ব্যাটারি।
ওয়েট লিড এসিড আইপিএস ব্যাটারিগুলো প্রাচীন প্রযুক্তিতে তৈরি যা মূলত লিকুইড ইলেক্ট্রোলাইট সল্যুশনের মাধ্যমে কাজ করে। ফলে ওয়েট লিড এসিড ব্যাটারি দীর্ঘস্থায়ী হয় না।
অপর দিকে সিল্ড লিড এসিড আইপিএস ব্যাটারি (এজিএম) এবং জেল টাইপ প্রযুক্তির মাধ্যমে তৈরি হওয়ায় ব্যাটারি গুলো উচ্চ তাপমাত্রা সহনশীল এবং দীর্ঘস্থায়ী হয়ে থাকে।
১২ ভোল্ট ব্যাটারি দাম কত
বর্তমানে ১২ ভোল্ট আইপিএস ব্যাটারিগুলো বেশি পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে। ১২ ভোল্ট আইপিএস ব্যাটারির দাম এম্পিয়ার অনুযায়ী কম বেশি হয়ে থাকে। যেমন-
- ১২ ভোল্ট ৬০ অ্যাম্পিয়ার ব্যাটারির দাম ন্যূনতম প্রায় ৯ হাজার টাকা।
- ১২ ভোল্ট ১০০ অ্যাম্পিয়ার ব্যাটারির দাম ন্যূনতম প্রায় ১৩ হাজার টাকা।
- ১২ ভোল্ট ১৫০ অ্যাম্পিয়ার ব্যাটারির দাম ন্যূনতম প্রায় ১৯,৫০০ টাকা।
- ১২ ভোল্ট ২০০ অ্যাম্পিয়ার ব্যাটারির দাম ন্যূনতম প্রায় ২৬ হাজার টাকা।
২০০ এম্পিয়ার ব্যাটারির দাম
বর্তমান বাজারে ২০০ এম্পিয়ার আইপিএস ব্যাটারির দাম সর্বনিম্ন প্রায় ২৪ হাজার টাকা থেকে শুরু হয়ে থাকে। ২০০ এম্পিয়ার ব্যাটারীগুলোর দাম সর্বোচ্চ প্রায় ৩১ হাজার টাকা পর্যন্ত হতে পারে।
তবে একটি উন্নত প্রযুক্তিতে তৈরি ভালো মানের ২০০ এম্পিয়ারের আই পি এস ব্যাটারি কিনতে নূন্যতম প্রায় ৩২ হাজার টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে।
আইপিএস ব্যাটারির মডেল ও দাম ২০২৪
প্রত্যেকটি ব্যাটারি আলাদা ভাবে চিহ্নিত করার জন্য বিভিন্ন মডেল অনুযায়ী তৈরি করা হয়। আইপিএস ব্যাটারির মডেল এবং কোম্পানির উপর ভিত্তি করে দাম কম বেশি হয়ে থাকে। যেমন-
- মডেল- Hamko HPD 80AH IPS Battery – মূল্য- ১১,৪৫০ টাকা।
- মডেল- Rimso 6RBT 125AH Tubular IPS Battery – মূল্য- ১৪,৫০০ টাকা।
- মডেল- Rimso 6RBT 150AH Tubular IPS Battery – মূল্য- ১৮,৫০০ টাকা।
- মডেল- Hamko HPD-200 T 200AH IPS Battery – মূল্য- ২৫,০০০ টাকা।
- মডেল- Hamko HPD 200 TB Tall Tubular IPS Battery – মূল্য- ৩০,০০০ টাকা।
- মডেল- LiWatt 12v 100AH Lithium-ion Phosphate Battery – মূল্য- ৩১,৫০০ টাকা।
বর্তমানে লোডশেডিং থেকে মুক্তি পেতে আইপিএস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আইপিএস ব্যাটারির দাম ব্যাটারি ক্যাপাসিটি, মডেল, ব্যাটারির ক্যাটাগরি এবং কোম্পানির উপর ভিত্তি করে কম বেশি হয়ে থাকে। তবে শোরুম থেকে প্রতারণা হীন স্বল্পমূল্যে এবং আকর্ষণীয় অফারে ব্যাটারি ক্রয় করা যায়।