মাতৃত্বকালীন ভাতা কত টাকা
মাতৃত্বকালীন ভাতা কত টাকা প্রদান করা হবে তা সন্তানের উপর নির্ভর করে। যেমন ২ টি সন্তানের জন্য সর্বমোট প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মাতৃত্বকালীন ভাতা প্রদান করা হয়।
বাংলাদেশে অসংখ্য দরিদ্র পরিবার রয়েছে। গর্ভকালীন সময়ে পুষ্টিকর খাবারের অভাবে সুস্থ সন্তান জন্ম দিতে পারে না বা অনেক শিশু জন্মের পর পরই মৃ*ত্যুবরণ করে।
যার পরিপ্রেক্ষিতে শিশু মৃত্যু হার কমানোর জন্য ২০০৭ ও ২০০৮ অর্থ বছর থেকে মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে দরিদ্র গর্ভধারী মায়েদের জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচি শুরু করা হয়।
মাতৃত্বকালীন ভাতা কত টাকা
মাতৃত্বকালীন ভাতা কত টাকা প্রদান করা হবে তা সময়ের উপর নির্ভর করবে। যেমন একটি সন্তানের জন্য ২৪ মাস এবং দুটি সন্তানের জন্য ৩৬ মাস মাতৃত্বকালীন ভাতা প্রদান করা হয়।
বর্তমানে প্রতি মাসে ৮০০ টাকা হারে মাতৃত্বকালীন ভাতা প্রদান করা হয়ে থাকে। তবে প্রতি ৬ মাস পর পর মাতৃত্বকালীন ভাতা প্রদান করা হয়।
গর্ভবতী ভাতা কত টাকা ২০২৪
বর্তমানে প্রতি মাসে ৮০০ টাকা হিসাবে ৬ মাস পর পর ৪৮০০ টাকা মাতৃত্বকালীন ভাতা প্রদান করা হয়। একটি শিশুর জন্য ২৪ মাসে সর্বমোট ১৯,২০০ টাকা গর্ভবতী ভাতা প্রদান করা হয়।
২ টি সন্তানের ক্ষেত্রে প্রথম সন্তানের হারে গর্ভবতী ভাতা প্রদান করা হয়। তবে ২ টি সন্তানের জন্য ৩৬ মাসে সর্বমোট ২৮,৮০০ টাকা মাতৃত্বকালীন ভাতা প্রদান করা হয়ে থাকে।
মাতৃত্বকালীন ভাতা কিভাবে পাওয়া যায়
বর্তমানে প্রথম এবং দ্বিতীয় গর্ভকালীন সময়ে মাতৃত্বকালীন ভাতা প্রদান করা হয়। মাতৃত্বকালীন ভাতা পাওয়ার জন্য বেশ কিছু শর্ত রয়েছে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সকল স্বার্থ পূরণ করে আবেদন করলে মাতৃত্বকালীন ভাতা পাওয়া যায়। প্রতি মাসের ১ তারিখ থেকে ২০ তারিখের মধ্যে মাতৃত্বকালীন ভাতার জন্য আবেদন করতে হবে।
গর্ভবতী ভাতা অনলাইন আবেদন
বর্তমানে অনলাইনের মাধ্যমে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে মাতৃত্বকালীন ভাতা পাওয়ার জন্য আবেদন করা যায়।
অনলাইনে গর্ভবতী ভাতা আবেদন করার জন্য https://mowca.gov.bd/site/news/ লিংকে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করে Submit করতে হবে।
মাতৃত্বকালীন ভাতা আবেদন ফরম
মাতৃত্বকালীন ভাতা আবেদন ফরম সংগ্রহ করার জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট https://mowca.gov.bd/site/news/ ভিজিট করতে হবে।
অতঃপর আবেদনকারীর সকল ব্যক্তিগত তথ্য যেমন- জাতীয় পরিচয় পত্রের নাম্বার, পিতা- মাতা এবং স্বামীর নাম ( বাংলা ও ইংরেজি) এবং বছর সিলেক্ট করতে হবে।
পরের ধাপে জাতীয় পরিচয় পত্র অনুযায়ী বর্তমান এবং স্থায়ী ঠিকানা এবং অর্থ সামাজিক সকল তথ্য যথাযথ ভাবে প্রদান করার মাধ্যমে আবেদন ফরম পূরণ করে জমা দিতে হবে।
গর্ভবতী ভাতা পাওয়ার নিয়ম
দরিদ্র ও অসহায় সুবিধা বঞ্চিত গর্ভবতী মহিলাদের অসহায়ত্বের কথা বিবেচনা করে তাদের আর্থিক ও সামাজিক সুরক্ষা দেয়ার জন্য গর্ভবতী ভাতা প্রদান করা হয়ে থাকে।
গর্ভকালীন সময়ে বেশ কিছু কাগজপত্র জমা দিয়ে সঠিক নিয়মে গর্ভবতী ভাতার জন্য আবেদন করলে গর্ভবতী ভাতা পাওয়া যায়। এক্ষেত্রে অবশ্যই কাগজপত্র নির্ভুল থাকতে হবে।
মাতৃত্বকালীন ভাতার জন্য প্রয়োজনীয় কাগজ পত্র সমূহ-
- সরকারি অনুমোদিত হাসপাতালের ডাক্তার দ্বারা সত্যায়িত গর্ভধারণের মেডিকেল রিপোর্ট।
- জাতীয় পরিচয় পত্রের ফটো কপি।
- ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
- মোবাইল ব্যাংকিংয়ের ব্যবস্থা রয়েছে এমন একটি সচল নাম্বার।
মাতৃত্বকালীন ভাতা তালিকা
ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে মাতৃত্বকালীন ভাতার জন্য আবেদন করতে হয়। ভাতৃত্বকালীন ভাতা সম্পর্কিত সকল তথ্য ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে সংগ্রহ করা যায়।
মাতৃত্বকালীন ভাতা প্রদানের সকল তথ্যের তালিকা ইউনিয়ন পরিষদে পাওয়া যায়। মাতৃত্বকালীন ভাতা তালিকা থেকে কবে কত টাকা ভাতা দেওয়া হয়েছে সে সকল তথ্য পাওয়া যায়।
শিশু ভাতা কত টাকা
২০১৩ সাল থেকে বাংলাদেশ সরকার শিশু ভাতা প্রদান করে থাকে। শিশু ভাতা একটি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা কর্মসূচি যা প্রান্তিক পর্যায়ের শিশুদের সুষ্ঠু বিকাশের লক্ষ্যে প্রদান করা হয়।
প্রতিটি শিশু ০ থেকে ৪ বছর বয়স পর্যন্ত শিশু ভাতা পেতে পারে। প্রতি মাসে ৫০০ টাকা হারে ১ বছরে সর্বমোট ৬ হাজার টাকা পর্যন্ত শিশু ভাতা প্রদান করা হয়।
মাতৃত্বকালীন ভাতা নীতিমালা
বাংলাদেশে মাতৃত্বকালীন ভাতা পাওয়ার জন্য বেশ কিছু নীতিমালা অর্থাৎ শর্ত রয়েছে। যেমন অবশ্যই প্রথম অথবা দ্বিতীয় গর্ভধারণকালে আবেদন করতে হবে। এছাড়া-
- আবেদনকারীর বয়স ২০ বছর থেকে ৩৫ বছর বয়সের মধ্যে হতে হবে।
- আবেদনকারীর মাসিক আয় ১৫০০ টাকা থেকে ২ হাজার টাকার নিচে থাকতে হবে।
- কেবল বসতবাড়ি রয়েছে বা অন্যের জায়গায় বাস করে।
- নিজের বা পরিবারের কোনো কৃষি জমি বা পুকুর নেই।
- প্রথম বা দ্বিতীয় গর্ভের সন্তান গর্ভাবস্থায় অথবা জন্মের ২ বছরের মধ্যে মারা গেলে তৃতীয় গর্ভধারণকালে ভাতার জন্য আবেদন করতে পারবেন।
মাতৃত্বকালীন ভাতা কত টাকা প্রদান করা হবে তা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নির্ধারণ করে থাকে। বর্তমানে একজন গর্ভধারী মহিলা জীবনে এক বার দুই বছরের জন্য মাতৃত্বকালীন ভাতা পায়। অনেকে ঘুষের মাধ্যমে একাধিকবার ভাতার জন্য আবেদন করে থাকে যা দণ্ডনীয় অপরাধ। তাই এসব থেকে সাবধান থাকতে হবে। ধন্যবাদ।
আরও দেখুনঃ বয়স্ক ভাতা অনলাইন আবেদন 2024