নেবুলাইজার মেশিনের দাম কত
বর্তমানে বাজারে বিভিন্ন ক্যাটাগরির নেবুলাইজার মেশিন পাওয়া যায়। নেবুলাইজার মেশিনের দাম কত টাকা হবে তা মেশিনের ক্যাটাগরির উপর নির্ভর করে।
বর্তমানে নেবুলাইজার মেশিন এর দাম সর্বনিম্ন প্রায় ১ হাজার টাকা থেকে শুরু হয়ে থাকে। ক্যাটাগরি অনুযায়ী নেবুলাইজার মেশিনের দাম সর্বোচ্চ প্রায় ৯ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।
সরাসরি ওষুধ খাওয়ানোর পরিবর্তে ওষুধের মিশ্রণ কে গ্যাসে রূপান্তর করে নেবুলাইজার মেশিনের সাহায্যে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানব শরীরে প্রবেশ করানো হয়।
নেবুলাইজার মেশিনের দাম কত
নেবুলাইজার মেশিন এক ধরনের ওষুধ প্রয়োগকারী মেশিন। বাজারে বিভিন্ন কোয়ালিটির নেবুলাইজার মেশিন পাওয়া যায়। নেবুলাইজার মেশিনের দাম কত তা মেশিনের কোয়ালিটির উপর নির্ভর করে।
বর্তমানে লো কোয়ালিটির নেবুলাইজার মেশিন এর দাম ন্যূনতম প্রায় ১২০০ টাকা থেকে শুরু করে ১৮০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।
তবে উন্নত কোয়ালিটির নেবুলাইজার মেশিন এর দাম সর্বনিম্ন প্রায় ৬ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ প্রায় ৯ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।
নেবুলাইজার মেশিনের দাম কত বাংলাদেশ
বর্তমানে বাংলাদেশে বিভিন্ন কোম্পানির নেবুলাইজার মেশিন পাওয়া যায়। প্রত্যেকটি কোম্পানির মেশিনের কোয়ালিটি এবং দাম ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যেমন-
- মডেল- NTI Automic Nebulizer Machine – মূল্য – ১,৪৯৯ টাকা।
- মডেল- Getwell Compressor Nebulizer Machine – মূল্য – ১,৯৯৯ টাকা।
- মডেল- Easy Compressor Nebulizer Machine – মূল্য – ২,২০০ টাকা।
- মডেল- Philips Respironics Nebulizer Compressor System – মূল্য – ৪,৭৫০ টাকা।
- মডেল- Omron NE-C28P Best Kids Nebulizer Compressor Machine – মূল্য – ৮,০০০ টাকা।
জেট নেবুলাইজার মেশিনের দাম কত
বর্তমানে জেট নেবুলাইজার মেশিনের দাম ন্যূনতম প্রায় ১ হাজার টাকা থেকে ১২০০ পর্যন্ত হয়ে থাকে। তবে ভালো জেট নেবুলাইজার মেশিন এর দাম প্রায় ৩ থেকে ৪ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।
শিশুদের নেবুলাইজার ব্যবহারের নিয়ম
বড়দের এবং শিশুদের নেবুলাইজার ব্যবহারের নিয়ম প্রায় একই। তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ প্রয়োগ করতে হবে। সাধারণত বড়দের তুলনায় শিশুদের ক্ষেত্রে ঔষধের পরিমাণ কম হয়।
নেবুলাইজার ব্যবহারের নিয়ম-
- রোগীকে আরামদায়ক জায়গায় বসাতে হবে।
- কমপ্রেসারটিকে বৈদ্যুতিক সংযোগ দিয়ে সুইচ অন করুন। এতে বাতাস দ্রুত বেগে প্রবাহিত হয়।
- ওষুধের অ্যারোসল মাউথপিস (টিপিস) বা মাস্ক দিয়ে মুখে নিঃশ্বাসের সঙ্গে আস্তে আস্তে ওষুধ ফুসফুসে নিতে থাকুন।
- মাক্সের পরিবর্তে মাউথপিস ব্যবহার করলে তা দাঁতের ফাঁকে রেখে ঠোঁট বন্ধ করে রাখতে হবে।
- নেবুলাইজ করার সময় ধীরে ধীরে লম্বা শ্বাস নিতে দিন।
নেবুলাইজার এর উপকারিতা
যে সকল রোগী ট্যাবলেট জাতীয় ঔষধ সেবন করতে পারে না তাদের জন্য নেবুলাইজার সব থেকে উপকারী একটি মেশিন। এছাড়াও নেবুলাইজারের বিভিন্ন উপকারী দিক রয়েছে।- যেমন
- নেবুলাইজার ব্যবহারের ফলে অল্প সময়ের জন্য দ্রুত রোগীর শ্বাসকষ্ট উপশম হয়।
- নেবুলাইজার ব্যবহার করে শ্বাসনালী প্রসারিত এবং ক্লিয়ার করা যায়।
- নেবুলাইজার ব্যবহারের পর রোগীর ঘুম ভালো হয়।
নেবুলাইজার এর অপকারিতা
ফুসফুসে সংক্রমণ হলে নেবুলাইজার ব্যবহার করা হয়। নেবুলাইজার এর অপকারিতা বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে। তবে দীর্ঘদিন নেবুলাইজার ব্যবহার করা উচিত না।
নেবুলাইজার কখন দিতে হয়
মূলত যখন রোগীর শ্বাসকষ্ট জনিত সমস্যা শুরু হয় তখন নেবুলাইজার দিতে হয়। ফুসফুসের সমস্যা জনিত রোগের ক্ষেত্রে নেবুলাইজার ব্যবহার করা হয়।
বিশেষ করে অ্যাজমা, সিওপিডি বা দীর্ঘমেয়াদি শ্বাসকষ্ট রোগের ক্ষেত্রে নেবুলাইজার দেওয়া হয়। এছাড়া শিশুদের ক্ষেত্রে ওষুধ খাওয়ানোর পরিবর্তে নেবুলাইজারের মাধ্যমে শ্বাসনালিতে ঔষধ প্রয়োগ করা হয়।
নেবুলাইজার দিনে কতবার দেওয়া যায়-
দিনে ১ থেকে ২ বার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে। তবে ১ থেকে ২ বার নেবুলাইজার ব্যবহারের পর শ্বাসকষ্ট না কমলে রোগীকে দ্রুত হাসপাতালে নিতে হবে।
নেবুলাইজার দীর্ঘমেয়াদি কোন চিকিৎসা ব্যবস্থা নয়। তাই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ ছাড়া দিনে ২ বারের বেশি নেবুলাইজার ব্যবহার করা উচিত নয়।
কফের জন্য নেবুলাইজার
শিশুদের জন্য কফের ক্ষেত্রে নেবুলাইজার মেশিন ব্যবহার করা হয়। নেবুলাইজার ব্যবহারের ফলে কাশি নিয়ন্ত্রনে আসে এবং কফের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
নেবুলাইজার এর ঔষধ এর পরিমাণ
নেবুলাইজারের প্রতি স্প্রেতে ২৩ মিলি পানির সঙ্গে ১ থেকে ৫ মিলি গ্রাম সালবিউটামল সল্যুশন এবং প্রয়োজনে ইপ্রাট্রোসিয়াম সল্যুশন (৫ মিলি) নিন।
এক্ষেত্রে অবশ্যই আগে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সাধারণত ৩-৬ মিলি তরল ওষুধ ৫ থেকে ১০ মিনিটে নেবুলাইজ করা যায়।
নেবুলাইজার এর ঔষধ এর নাম-
- নেব্জমার্ট ০.৫এম জি নিবুলাইজার (Nebzmart B 0.5Mg Nebuliser)
- উইন্ডেল প্লাস (Windel Plus) ইত্যাদি।
মূলত নেবুলাইজার মেশিনের দাম কত তা মেশিনের ক্যাটাগরি, কোয়ালিটি এবং কোম্পানির উপর নির্ভর করে। বর্তমানে বাজারের যে কোনো ফার্মেসির দোকান থেকে অল্প টাকার বিনিময়ে নেবুলাইজার মেশিন সংগ্রহ করা যায়। নেবুলাইজার মেশিন ব্যবহারের পূর্বে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ধন্যবাদ।