প্রতিবন্ধী ভাতা অনলাইন আবেদন
বর্তমানে প্রতিবন্ধী ভাতা অনলাইন আবেদন করা যায়। বর্তমানে বাংলাদেশ উন্নত হলেও সমাজের মানুষের মন মানসিকতা পরিবর্তন না হওয়ায় প্রতিবন্ধী ব্যক্তিরা ব্যাপক ভাবে অবহেলিত।
যার ফলশ্রুতিতে বর্তমানে বাংলাদেশ সরকার অসহায় প্রতিবন্ধী ব্যক্তিদের মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে প্রতি মাসে ৮৫০ টাকা হারে প্রতিবন্ধী ভাতা প্রদান করে থাকে।
২০০৫ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রতিবন্ধী ব্যক্তিদের মাসিক ২০০ টাকা ভাতা প্রদান করা হতো। যা গত ১৯ বছর পর ২০২৪ সালে ৬৫০ টাকা বৃদ্ধি করে ৮৫০ টাকা করা হয়েছে।
প্রতিবন্ধী ভাতা অনলাইন আবেদন
বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ সমাজসেবা অধিদপ্তর সমাজের অবহেলিত অসহায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিবন্ধী ভাতা প্রদান করে থাকে।
প্রতিবন্ধী ভাতা অনলাইন আবেদন করার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট https://mis.bhata.gov.bd/ ভিজিট করতে হবে।
অতঃপর কার্যক্রম অপশনে বয়স্ক ভাতা সিলেক্ট করে সংরক্ষণ অপশনে ক্লিক করতে হবে। এরপর যথাযথ সকল তথ্য প্রদান করে আবেদন ফরম পূরণ করে সাবমিট করতে হবে।
প্রতিবন্ধী ভাতা আবেদন ফরম
প্রতিবন্ধী ভাতা অনলাইন আবেদন ফরম এর শুরুতে ব্যক্তিগত তথ্য অর্থাৎ পিতা মাতার নাম ( বাংলা ও ইংরেজি) জাতীয় পরিচয় পত্রের নাম্বার সহ নমিনির তথ্য প্রদান করতে হবে।
অতঃপর প্রতিবন্ধী ভাতা অনুযায়ী বিস্তারিত তথ্য এবং যোগাযোগের সকল তথ্য এবং অন্যান্য যোগ্যতা সম্পর্কিত তথ্য সঠিক ভাবে প্রদান করে সংরক্ষণ অপশনে ক্লিক করলে আবেদন সম্পন্ন হবে।
আবেদন ফরম পূরণ সম্পন্ন হলে তা প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্র সহকারে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জমা দিতে হবে। অবশ্যই জমাকৃত কাগজপত্র সঠিক এবং নির্ভুল হতে হবে।
প্রতিবন্ধী ভাতা আবেদন ফরম pdf-
ভাতা আবেদনপত্র সঠিক ভাবে পূরণ করে সংরক্ষণ অপশনে ক্লিক করলে প্রিন্ট করার অপশন চলে আসবে। তবে স্মার্টফোনে আবেদন করলে সাথে সাথে প্রিন্ট করা সম্ভব হয় না।
তাই প্রিন্টার না থাকলে আবেদনপত্র পিডিএফ ফাইলে ডাউনলোড করতে হবে। পিডিএফ ফাইল পরবর্তীতে প্রিন্টারের সাহায্যে প্রিন্ট করে নিতে হবে।
প্রতিবন্ধী ভাতা পেতে কি কি লাগে-
- সদ্য তোলা ৪ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।
- জাতীয় পরিচয় পত্র অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদের ফটোকপি।
- নমিনির ৪ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি।
- নমিনির জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
- একটি মোবাইল ব্যাংকিং সংযুক্ত সচল মোবাইল নাম্বার। ইত্যাদি।
প্রতিবন্ধী ভাতা কার্ড চেক
অনলাইনে প্রতিবন্ধী ভাতা কার্ড চেক করার জন্য একটি স্মার্টফোনে ইন্টারনেট সংযোগ দিয়ে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে https://mis.bhata.gov.bd/applicationTracking লিখে সার্চ করতে হবে।
অতঃপর সমাজসেবা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটের ট্রাকিং আবেদনপত্র পেইজ ওপেন হবে। এরপর প্রথমে কার্যক্রম অপশনে প্রতিবন্ধী ভাতা সিলেক্ট করতে হবে।
অতঃপর আইডি যাচাই অপশনে জাতীয় পরিচয় পত্র নাম্বার এবং ট্রাকিং অপশনে ট্র্যাকিং নাম্বার বসিয়ে ট্রাকিং আবেদনপত্র অপশনে ক্লিক করলে প্রতিবন্ধী ভাতা স্ট্যাটাস প্রদর্শিত হবে।
প্রতিবন্ধী ভাতা মোবাইল নাম্বার
প্রতিবন্ধী ভাতা অনলাইন আবেদন ফরমে যোগাযোগের তথ্যের নিচে মোবাইল নাম্বার সংযুক্ত করতে হবে। মোবাইল নাম্বারটিতে অবশ্যই মোবাইল ব্যাংকিং অর্থাৎ নগদ অথবা বিকাশে একাউন্ট থাকতে হবে।
কোন কারনে নগদ বা বিকাশ একাউন্টে সমস্যা দেখা দিলে কিংবা মোবাইল নাম্বারটি অচল হলে পুনরায় নতুন নাম্বার যোগ করার জন্য ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে আবেদন করতে হবে।
প্রতিবন্ধী ভাতা তালিকা
অনলাইনে প্রতিবন্ধী ভাতা তালিকা চেক করার জন্য গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে https://bangladesh.gov.bd/index.php অফিসিয়াল লিংকে প্রবেশ করতে হবে।
অতঃপর ওয়েবসাইটটির উপরে বিভাগ অপশন থেকে বিভাগ এবং পর্যায়ক্রমে জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ কার্যালয় সিলেক্ট করতে হবে।
পরবর্তীতে বিভিন্ন তালিকা অপশন থেকে প্রতিবন্ধী ভাতা সিলেক্ট করলে আপনার ইউনিয়ন পরিষদের প্রত্যেকটি ওয়ার্ডের প্রতিবন্ধী ভাতা তালিকা প্রদর্শিত হবে।
প্রতিবন্ধী ভাতা কবে দিবে ২০২৪
প্রতি ৩ মাস অন্তর অন্তর বছরে সর্বমোট ৪ বার প্রতিবন্ধী ভাতা প্রদান করা হয়। সেই অনুযায়ী প্রতি বছর মার্চ, জুন, সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাসে প্রতিবন্ধী ভাতা প্রদান করা হয়ে থাকে।
প্রতিবন্ধী ভাতা অনলাইন আবেদন শেষ তারিখ-
প্রতি বছর অসহায় প্রতিবন্ধীদের নতুন তালিকা প্রস্তুত করা হয়। যার পরিপ্রেক্ষিতে আবেদন কার্যক্রম শুরু হয়। প্রতিবন্ধী ভাতা আবেদন শুরু হওয়ার তারিখ থেকে প্রায় ১২ দিন থেকে ১৫ দিন সময় দেওয়া হয়।
শেষ কথা
প্রতিবন্ধী ভাতা অনলাইন আবেদন সমাজসেবা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে করা যায়। অনলাইনে আবেদন কার্যক্রম জটিল মনে হলে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে প্রতিবন্ধী ভাতা আবেদন করা যায়। এক্ষেত্রে ৪০ টাকা থেকে ৫০ টাকা আবেদন ফি প্রদান করতে হয়। ধন্যবাদ।